জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক অদ্য ২৪/০৫/২০২২ খ্রি. তারিখে কর অঞ্চল - কুমিল্লা'র "ময়নামতি" সম্মেলন কক্ষে সম্মানিত কর কমিশনার মিজ্ সফিনা জাহান এর সভাপতিত্বে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন সমূহ হতে অডিট নির্বাচন সংক্রান্ত দিক-নির্দেশনা ২০২২ এবং কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন সংক্রান্ত বিষয়াবলীর উপর আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রদ্যূৎ কুমার সরকার, সম্মানিত সদস্য, অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। আরোও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট উইং সমূহের সম্মানিত প্রথম সচিব বৃন্দ, দ্বিতীয় সচিববৃন্দ, কর অঞ্চল-কুমিল্লা'র সম্মানিত পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ; সার্কেল কর্মকর্তাগণ এবং কর পরিদর্শকবৃন্দ। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের উপর "Power Point Presentation" উপস্থাপনা করেন মিজ্ ইরিন ইসলাম জুলি, যুগ্ম কর কমিশনার, দ্বিতীয় সচিব(ইন সিটু), জাতীয় রাজস্ব বোর্ড। কর্মশালায় অডিট মামলা নির্বাচন কর্মপদ্ধতি ও নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হয়। কর্মশালা শেষে সম্মানিত সদস্য মহোদয় কর ভবন প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। সম্মানিত সদস্য মহোদয় কর অঞ্চল- কুমিল্লা'র গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস